স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মাদক সম্রাট আম্বর আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার সকালে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ পানিউমদা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আম্বর আলী একটি ধর্ষণ মামলার পলাতক আসামি। তাকে ধরতে পুলিশ অভিযান করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com