নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মাইক্রোবাস চালক সোবহান মিয়াকে (৩৫) চার মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ ইব্রাহিম জানান, গতকাল শায়েস্তাগঞ্জ শহরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেনাকাটা করতে বের হলে মাইক্রোচালক সোবহান মিয়া তাকে ইভটিজিং করে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয় জনতা মাইক্রোবাস চালক সোবহান মিয়াকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্যাতিতার আবেদন, স্থানীয় লোকজনের সাক্ষ্য এবং অপরাধী তার দোষ স্বীকার করে নিলে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত অপরাধী সোবহান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক বিষয়টি যাচাই বাছাইপূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় আসামী সোবহান মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডিত আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com