ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল বললেন
স্টাফ রিপোর্টার ॥ দেশে আমদানিকৃত কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণের জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ। বরাদ্দ পেলেই নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে নীতিমালা অনুযায়ী ভ্যাকসিন প্রদান করা হবে। শনিবার সন্ধ্যায় রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর নিয়মিত সভায় ‘করোনা সচেতনতা ও প্রস্তুতি’ বিষয়ক মতবিনিময়কালে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতাকালে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল এ কথা বলেন। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্কের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ক্লাব প্রেসিডেন্ট তোফায়েল ইসলাম কামালের সভাপতিত্বে ও প্রেসিডেন্ট ইলেক্ট প্রদীপ দাশ সাগরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ফনী ভূষন দাশ আরএফএসএম, পিপি শফিকুল বারী আওয়াল আরএফএসএম, পিপি ফজলুর রহমান লেবু আরএফএসএম, পিপি এম এ রাজ্জাক পিএইচএফ, পিপি স্বদীপ কুমার বণিক পিএইচএফ, পিপি মিজানুর রহমান শামীম পিএইচএফ, মোহাম্মদ শাহীন পিএইচএফ প্রমুখ।
পরে ক্লাবের পক্ষ থেকে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।