চুনারুঘাট প্রতিনিধি ॥ ২২০ বস্তা ধান নিয়ে গত সাত দিন ধরে ট্রাকসহ উধাও এক চালক। হবিগঞ্জের চুনারুঘাট থেকে ঢাকার ধামরাই উপজেলায় ওই ধান পৌঁছে দেয়ার কথা ছিল। কিন্তু অদ্যাবধি ট্রাকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, চালকের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। চুনারুঘাট থানা পুলিশ অভিযোগটি তদন্ত করছে বলে ধানের মালিক জানিয়েছেন। চুনারুঘাট শহরে অবস্থিত বাল্লা রোডের ধান ব্যবসায়ী আবদুল আওয়াল শায়েস্তাগঞ্জ পুরান বাজার শাহজালাল ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে একটি ট্রাক নং (ঢাকা-মেট্রো-ট-১৮১৭৯৩) ভাড়া করেন। গত ৫ জানুয়ারি রাত নয়টার দিকে ২২০ বস্তা (৪১২ মণ) ধান নিয়ে ঢাকার ধামরাই উপজেলার আমিনুল মিয়ার মাতব্বর রাইস মিলে রওনা দেয় ট্রাকচালক। কয়েক ঘণ্টা পর চালকের মোবাইল নম্বরে (০১৮২২১৬৯১৭০) ফোন দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ধানের মালিক আওয়াল জানান, এ ব্যাপারে তিনি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com