স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ।
গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন- বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেরে নিয়েছে আওয়ামীলীগ। তাই আওয়ামীলীগের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হয় না। এটা যেনেও দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার স্বার্থে বিএনপি প্রতিটি নির্বাচনে অংশগ্রহন করছে। তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হলে প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এটাই গণতন্ত্রের ভাষা। আর আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী সভায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com