নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন মামলার আসামী ইউপি সদস্য ফজলু মিয়াকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সামছুদ্দিনের নেতৃত্বে গতকাল শুক্রবার দুপুরে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র ইউপি সদস্য ফজলু মিয়াকে (৪২) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য ফজলু মিয়া পালানোর চেষ্টা চালান। এসময় বাড়ির পাশের একটি পুকুরে লাফ দেন। এতে তিনি আহত হলে পুলিশের হেফাজতে তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান। ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনগণ দুর্নীতি দমন কার্যালয়, হবিগঞ্জের জেলা প্রশাসক ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, করোনা মহামারিতে সরকারের প্রণোদনার (দুই হাজার পাঁচশত) টাকা না দিয়ে এলাকার লোকজনদের সাথে প্রতারণা করেন ও কাকুরা গ্রামের ঈদগাহ এর মাটি ভরাটের জন্য (দুই লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত) টাকা ভরাট না করে এবং করিমপুর সরকারী প্রাথমিক বিদালয়ের সামনের নরখাই নদীর উপরে ব্রীজ নির্মাণ করার জন্য ইউনিয়ন পষিদের বরাদ্দ দুইবারে (সাত লক্ষ) টাকার কাজ না করে আত্মসাৎ করেছেন ইউপি সদস্য ফজলু মিয়া। উপরোক্ত বিষয় সহ অন্যান্য বিভিন্ন আত্মসাৎ এর বিষয়ে ইউপি সদস্য ফজলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ফজলু মিয়া এলাকার লোকজনদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেন। কাকুরা গ্রামের ছাদিক মিয়ার পুত্র সাদ্দাম হুসেনের উপর হামলা চালান ফজলু মিয়া। হামলার ঘটনায় ছাদিক মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ফজলু মিয়াকে শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com