স্টাফ রিপোর্টার ॥ ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এনামুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ মোঃ ইকবাল হোসেন, উপদেষ্টা যথাক্রমে জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জালাল আহমেদ, সাংবাদিক এসএম সুরুজ আলী, পাভেল খান চৌধুরী, সৈয়দ মিজান ইব্রাহিম, সিরাজুল ইসলাম জীবন, টিপু আহমেদ, সমরাজ মিয়া, তাছলিমা আক্তার বিউটি, ইসমাইল হোসেন, আকরাম আলী খান, রূপক ঘোষ প্রমূখ। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি আজিজুল হক, মান্না আহমেদ সজল, শেখ ইমন আহমেদ, শাহীনুর আক্তার, নুর জাহান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করে আসছেন। ইতিমধ্যে সংগঠনটি পুরো জেলায় বিস্তার লাভ করেছে। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরো জোরদার করা হবে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com