স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছেন। হবিগঞ্জের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী তরুণরা নিজেরা করোনায় বিপর্যস্ত থেকেও দেশের মানুষের কষ্ট লাঘবে তাদের উপার্জিত অর্থ দিয়ে হৃদ্যতা সংগঠনের মাধ্যমে হবিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসীদের এ প্রয়াসকে মানবিক উল্লেখ করে বলেন, হবিগঞ্জবাসী তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। রবিউল ইসলাম গতকাল বিকেলে আরকে মিশন রোডস্থ চাইল্ড হেভেন কেজি স্কুল মিলনায়তনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন হৃদ্যতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ ফজলুর রহমান লেবু। বক্তব্য রাখেন হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউদ্দীন, হৃদ্যতার প্রতিনিধি বিমান ভুষন ধর, উত্তম কুমার রায় ও মানব পাল। গত বৃহস্পতিবার রাতে হৃদ্যতার উদ্যোগে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ও শিশু ওয়ার্ডে দরিদ্র মা ও শিশুদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ আশরাফ উদ্দীন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাংবাদিক পাবেল খান চৌধুরী, শরীফ চৌধুরী, শাওন খান ও হৃদ্যতা প্রতিনিধি বিমান ভূষন ধর প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত দুদিনে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহীন, এনামুল হক চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী বদরুল আলম শাহীন, মীর বাশার সোহেল ও সফিক মিয়ার উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হৃদ্যতার উদ্যোগে শতাধিক দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।