আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন আসন্ন মাধবপুর পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৩জন নির্বাহী ম্যাজিট্রেস্ট নিয়োগ দেয়া হয়েছে। তিনি রবিবার বিকালে মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইন-শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল কবির, সহকারি কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ওসি তদন্ত আমিরুল ইসলাম, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক, স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস.এম.মুসলিম, স্বতন্ত্র মেয়র প্রার্থী পংকজ কুমার সাহা, কাউন্সিলর প্রার্থী বাবুল হোসেন, আবুল বাশার, অজিদ কুমার পাল, আবুল খায়ের, আলমগীর কবির প্রমূখ।