স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকে অন্তর নামের এক প্রতিবন্ধী যুবককে ইটের আঘাতে আহত করেছে বাবু মিয়া নামের এক যুবক। এ ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত অন্তর শহরের মাছুলিয়া এলাকার বাসিন্দা।
সূত্র জানায়, অন্তর মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই হাসপাতাল এলাকায় আসে এবং তাকে অনেকেই সাহায্য সহযোগিতা করেন। গত শনিবার সন্ধ্যায় বাবু মিয়া (২০) তুচ্ছ ঘটনা নিয়ে অন্তরকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এ সময় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল রবিবার দুপুরে পুলিশ সদর হাসপাতালে অন্তরের খোঁজখবর নেয় এবং হামলাকারী যুবকের বিরুদ্ধে অভিযোগ দিতে বলে। এদিকে ঘটনার পর থেকেই বাবু আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com