ছিনতাইকালে ধরা পড়েছে সরলা বেগম
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় চুরি, ছিনতাই, প্রতারণাসহ অপরাধের একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। যাদের কাছ পরিচিত-অপরিচিত কেউ বাদ যাচ্ছে না। কোর্টে আসা লোকজনকে কৌশলে তাদের ফাঁদে আটকে টাকা ও মোবাইল হাতিয়ে নিচ্ছে। তাদের হাত থেকে আইনজীবী মক্কেল কেউই রেহাই পাচ্ছে না। পুরুষের পাশাপাশি বেশ কয়েকজন নারীর নেতৃত্বেও ইদানিং অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের টার্গেট হচ্ছে কোর্টে আসা নারীরা। সরেজমিনে দেখা যায়, পুরুষ অপরাধীরা নারীদের কাছ থেকে কিছু ছিনিয়ে বা প্রতারণা করে নিতে না পেরে ওই কাজে বেশ কয়েকজন নারীকে ব্যবহার করছে। যারা আদালত ভবনে আসা লোকজনের ভিড়ের মধ্যে ওৎ পেতে থাকে এবং সুযোগ বুঝে মহিলাদের কাছ থেকেও জিনিসপত্র হাতিয়ে নেয়। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জজ কোর্টের ২য় তলার দরজার সামনে ভিড়ের মধ্যে এক নারীর মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়ার সময় সরলা বেগম (৩০) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করে জনতা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com