এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পুটিজুরি ইউনিয়নের যাদবপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। এ সময় বৃন্দাবন চা বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যাদবপুর গ্রামের মৃত হাফেজ আব্দুস সালামের পুত্র এমাদ উদ্দিন কাওসারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com