কামরুল হাসান ॥ অজ ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৬ প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।
মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মোঃ মাসুদউজ্জামান মাসুক (নৌকা), বিএনপি মনোনীত ফরিদ আহমেদ অলি (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বতর্মান মেয়র মোঃ ছালেক মিয়া (নারিকেল গাছ), ফজল উদ্দিন তালুকদার (চামচ), আবুল কাশেম শিবলু (জগ), ইমদাদুল ইসলাম শীতল (মোবাইল ফোন)।
কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে মোঃ মাহবুবুর রশিদ মনু (ঢেঁড়স), মাখন মিয়া (গাজর), মোঃ রুশন আলী (বোতল), মোঃ রজব আলী (উট পাখি), আহমেদ সানি সিতার (পাঞ্জাবি), মোঃ মহিবুর রহমান (ডালিম), মোঃ খেলু মিয়া (টেবিল ল্যাম্প)।
২নং ওয়ার্ডে আ স ম আফজল আলী (পাঞ্জাবি), মোঃ আব্দুল জলিল (উট পাখি), খলিলুর রহমান ইকবাল (পানির বোতল)।
৩নং ওয়ার্ডে মোঃ মাসুক মিয়া (পাঞ্জাবি), কায়েস শাহরিয়ার (উট পাখি), ফারুক মিয়া চৌধুরী (ডালিম)।
৪নং ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন (পাঞ্জাবি), মোঃ নুনু মিয়া (পানির বোতল), ইমান উদ্দিন (উট পাখি)।
৫নং ওয়ার্ডে আব্দুল গফুর (পানির বোতল), কামাল মিয়া (ডালিম), ইছন মিয়া (ব্ল্যাক বোর্ড), ছায়েদ মিয়া (গাজর), শাহ কায়েছ (উট পাখি), শাহ এমরান (পাঞ্জাবি)।
৬নং ওয়ার্ডে নওয়াব আলী (পানির বোতল), বেলু চৌধুরী (উট পাখি), ফাহিন হোসেন (পাঞ্জাবি), সেন্টু রায় (ডালিম)।
৭নং ওয়ার্ডে হাজী আব্দুল মজিদ (পানির বোতল), তাহির মিয়া (উট পাখি)।
৮নং ওয়ার্ডে তাহির মিয়া তালুকদার (উট পাখি), খায়রুল আলম (ডালিম), টিএম আফজল (পানির বোতল), আব্দুল আহাদ (পাঞ্জাবি)।
৯নং ওয়ার্ডে সাইদুর রহমান (উট পাখি), আব্বাস উদ্দিন (পানির বোতল), ফজর আলী (পাঞ্জাবি)।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে রীনা রানী সূত্রধর (জবা ফুল), নুরজাহান (সিএনজি), আছমা আক্তার (বল পেন), জান্নাত জেবা (চশমা), খাদিজা খাতুন (টেলিফোন), কাজল বেগম (আনারস)।
সংরক্ষিত আসনের ৪,৫,৬ নং ওয়ার্ডে শিউলি বেগম (আনারস), আফসানা ডলি (সিএনজি), তুলনা আক্তার (চশমা), সেলিনা আক্তার (জবা ফুল), ডলি বেগম (টেলিফোন)।
সংরক্ষিত আসনের ৭,৮,৯ নং ওয়ার্ডে তহুরা বেগম (চশমা), মাফিয়া আক্তার (আনারস), রোকেয়া আক্তার (জবা ফুল)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com