স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে চলতি মৌসুমে কৃষি কাজের জন্য জমিতে পানি সেচ নিয়ে দ্বন্দ্ব সমাধান হয়েছে। ২৬ ডিসেম্বর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওসি মাসুক আলী গ্রামের উভয়পক্ষকে নিয়ে সালিশের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম। পরে বিষয়টি সমাধান হয়। ওইদিনই সন্ধ্যা ৭টায় রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ মাসুক আলী। সভায় চুরি, জুয়াসহ সকল অপরাধীর ব্যাপারে এলাকাবাসীকে স্বোচ্চার করা হয়। শীত মৌসুমে এলাকায় রাত্রিবেলা স্বেচ্ছায় পাহারায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এলাকার চিহ্নিত চোর ও জুয়াড়িদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com