স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামে সুরুজ-জহুরা মেমোরিয়েল ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পরিচালক ভিপি আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি একেএম নাছিম। সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com