হাজী শফিকুল ইসলাম পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি
নিজস্ব প্রতিনিধি ॥ বিদ্রোহী প্রার্থী হওয়ায় মেয়র মোঃ ছালেক মিয়াকে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলামকে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেওয়া হয়। গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এ ঘোষণা দেন।
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় ছালেক মিয়াকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মোঃ ছালেক মিয়া, আবুল কাশেম শিবলু ও ফজল উদ্দিন তালুকদারের ব্যাপারে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত পত্র প্রেরণ করার সিদ্ধান্ত হয়। একই সাথে বিদ্রোহীদের পক্ষে যারা কাজ করবেন, এসব নেতাকর্মীদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানর মাসুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, পৌর মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদউজ্জামান মাসুক। বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ হাসানসহ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, রেলওয়ে শ্রমিকলীগ ও এসব কমিটির ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশজুড়ে উন্নয়ন করছে বলেই তৃণমূল জনগণ ভোট দিয়ে বার বার ক্ষমতায় বসাচ্ছে। এ সভায় আমরা দলের ঐক্যের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। শায়েস্তাগঞ্জে পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে সবাই নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে কোন প্রকারের অবহেলা মেনে নেওয়া হবে না। সবাই মিলে কাজ করলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।