বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের নিন্দা জানিয়েছেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- জননেতা অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্য কোনদিন হাসিল হবে না। ষড়যন্ত্রকারীরা মীরজাফরের দোসর। এদেশের জনগণই ষড়যন্ত্র ও মিথ্যাচারের জবাব দিবেন একদিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com