স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী হচ্ছে চুনারুঘাট উপজেলার শ্রীকুটার সফর আলীর স্ত্রী আছমা আক্তার (৩০)।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের শায়েস্তাগঞ্জ টু বরমপুরগামী পাকা রাস্তায় কাশিপুর সাকিনস্থ কাশিপুর ব্রীজের উপর থেকে ৪ কেজি গাঁজাসহ আছমাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com