স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় নিহত শহরের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর ও আউড়া গ্রামবাসীর উদ্যোগে মজলিশপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান। শেষে মসজিদের বাহিরে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন মজলিশপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মীর হোসেন, এখলাছ মিয়া মেম্বার, সুরুজ আলী মুহুরী, সিরাজ আলী, কনু মিয়া, মোহাম্মদ আলী লোদাই, আলী হায়দর, জামাল মিয়া, আব্দুল মালেক, ওয়াহিদ মিয়াসহ মজলিশপুর ও আউড়া গ্রামবাসী।
সভায় বক্তারা বলেন- ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ ব্যক্তিগত জীবনে খুব ভালো মানুষ ছিলেন। যা তার মৃত্যুর পর জানাজার নামাজে মানুষের অংশগ্রহনই প্রমাণ করে। এছাড়াও তার মৃত্যুর পর বিভিন্ন স্থানে আয়োজিত শোকসভায় মানুষের ঢল নেমেছে। তারা আব্দুর রশিদ হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দুপুরে শহরের নতুন খোয়াই মুখ এলাকায় টমটম স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে উমেদনগরের পূর্ব এলাকার শেখ আব্দুল মতিন গংদের সাথে আলগাবাড়ির মুক্তার হোসেন গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মতিনের ভাই ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ নিহত হন। এ ঘটনায় ৩৬জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছোট ভাই শেখ মখলিছ মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com