স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় সংবাদপত্র ‘সাপ্তাহিক প্রেক্ষিত’ এর প্রথম প্রধান সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২০। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা সাবেক মন্ত্রী এম মোখলেসুর রহমান চৌধুরীর পিতা।
মরহুম আজিজুর রহমান চৌধুরী পবিত্র হজব্রত পালন শেষে দেশে প্রত্যাবর্তনের এক বছরের মধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০০১ সালের ১০ ডিসেম্বর ২৫ রমজান ইন্তেকাল করেন। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারার প্রথম সমাজপতি এ আর চৌধুরী কাটিহারা পারিবারিক কবরস্থানে শায়িত রয়েছেন।
সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী ১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন টি এস্টেটে ম্যানেজার ও ‘হেড টিলা বাবু’ ছিলেন। পরবর্তীতে বিদ্যোৎসাহী এ আর চৌধুরী এলাকায় স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ লাখাই উপজেলা সদর দপ্তর স্থাপন, হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগের উন্নয়ন, হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল রাস্তাসহ বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও বিদ্যুতায়নে ব্যাপক অবদান রাখেন। জীবদ্দশায় তিনি বামৈ মডেল হাই স্কুলের গভর্নিং বডি, কাটিহারা জামে মসজিদে ও বামৈ কাটিহারা সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্য ছিলেন। আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী ফাউন্ডেশন দুঃস্থদের সহায়তা এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দিয়ে আসছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় কাটিহারার বাড়িতে এবং ঢাকা, সিলেট ও লন্ডনের বিভিন্ন জামে মসজিদে দোয়া মাহফিল ও মরহুমের কবর জিয়ারত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com