মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ শহরে মরহুম অ্যাডভোকেট আফছর আহম্মদ এর বাসভবনে হবিগঞ্জ জেলা ভাসানী অনুসারী পরিষদ সভাপতি জাহান আরা আফছর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদারের পরিচালনায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও হবিগঞ্জে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মিয়া মোঃ শাহজাহান, অগ্রণী ব্যাংকের প্রাক্তন এজিএম শেখ বদর উদ্দিন, মুফতি কে.এম.এ ওয়াহাব নাঈমী, মোহাম্মদ আসাদুজ্জামান খাঁন, মোঃ আরব আলী খাঁ প্রমূখ।
পরে জাহান আরা আফছর এর সভাপতিত্বে ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাহান আরা আফছরকে আহবায়ক, মোঃ আনিসুর রহমান তালুকদারকে সদস্য সচিব ও মুফতি কে.এম.এ ওয়াহাব নাঈমীকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন যথাক্রমে- মোঃ ফজলুর রহমান, শেখ বদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, আলহাজ¦ মোঃ সাজিদ আলী, মোঃ আব্দুর রহমান খাঁন, মোঃ আরব আলী, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, সুব্রত দাস বৈষ্ণব। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com