মিষ্টি ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদরের মিষ্টি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কর্মকর্তা। সভায় মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রাম এর মধ্যে থাকা, দই ও রসমালাই এর বক্সের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য ও পরিমাণ স্পষ্টভাবে লেখা থাকা, কোন ধরনের রং ব্যবহার না করা, জিলাপিতে হাইড্রোজ ব্যবহার না করার বিষয়ে আলোচনা করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ বিষয়গুলো সংশোধনের জন্য সময় দেয়া হয়েছে। ডিসেম্বরের ১ তারিখ থেকে যদি হবিগঞ্জ সদরের কোন মিষ্টির দোকানে ১ কেজির বক্সের ওজন ৮৫ গ্রাম এর উপর এবং ২ কেজির বক্সের ওজন ১২০ গ্রামের উপরে হয় এবং দই, রসমালাইয়ের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য লেখা না থাকে তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ে অভিযোগ করার জন্য ভোক্তা-ক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ পেলে অভিযুক্ত মিষ্টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে।
সোমবার অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিক হবিগঞ্জ এর সভাপতি দেওয়ান মিয়া, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, হবিগঞ্জ, আদি গোপাল, জয় গোপাল, আলম ফুড গার্ডেন, কাঁশফুল, প্রাইম ফুড, মিষ্টি কানন সহ হবিগঞ্জ সদরের সকল মিষ্টি ব্যবসায়ীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com