মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চালের কেজি ৪৮ টাকা বলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে বাজারের ব্যবসায়ীর প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরের শান্তিপাড়া রোড আয়ান ডিপার্টমেন্টাল স্টোরে এ হামলার ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শহিদের পুত্র লিমন মিয়া পৌর এলাকার পূর্বতিমিরপুর গ্রামের বাসিন্দা নিবাস সুত্রধরের ব্যবসা প্রতিষ্ঠানে চাল কিনতে যান। এসময় ব্যবসায়ী নিবাস সুত্রধর চালের কেজি ৪৮ টাকা বলায় দাম বেশি হয়েছে দাবি করে লিমন অকথ্য ভাষায় গালিগালাজ করে। ব্যবসায়ীকে লিমন বলতে থাকে আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তুই চালের দাম অতিরিক্ত আদায় করিস। কাল তকে মজা দেখাবো। লিমনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন এই ব্যবসায়ী। এ ঘটনায় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ যুবলীগের যুগ্ম আহবায়ক রাহেল চৌধুরী প্রমূখ। খবর পেয়ে সরেজমিনে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সমিরন দাশ। এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন থেকে জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com