তানবিরুল হাসান শ্যামলকে দোকানের একক মালিকানা প্রদান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ ব্যবসা প্রতিষ্ঠান ‘কম্পিউটার সিটি’র মালিকপক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি করা হয়। ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব শামছুল হুদার সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর নূর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আরব আলী, কাউন্সিলর মোঃ আলমগীর, আলহাজ্ব মর্তুজা ইমতিয়াজ, ব্যকসের সাবেক সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সামছুজ্জামান চৌধুরী, মীর হোসেন, আব্দুল মন্নান সর্দার, আলহাজ্ব এনামুল হক, তাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশে ১ম পক্ষ তানবিরুল হাসান শ্যামল ও দ্বিতীয় পক্ষ আ.ফ.ম কামরুল ইসলাম। দুইজন অংশীদার ভিত্তিতে ২০০৭ সাল থেকে টাউন হল রোডস্থ হোটেল বনানীর নিচতলায় ‘কম্পিউটার সিটি’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি তাদের মধ্যে বিবিধ কারণে মতবিরোধ দেখা দিলে পর পর বেশ কয়েকটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সালিশে বিরোধ নিষ্পত্তি হয়নি। গতকাল অনুষ্ঠিত সালিশে উভয়পক্ষের সম্মতিতে বিরোধ নিষ্পত্তি হয়। সালিশে সিদ্ধান্ত হয় দোকান পরিচালনা করবেন তানবিরুল হাসান শ্যামল। রায়ে তাকে দোকানের একক মালিকানা দেয়া হয়। দোকানের স্থিতিশীল মালামাল ডেকোরেশনসহ আসবাবপত্র সবকিছু তানবিরুল হাসান শ্যামলকে সমজে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। দোকানের ম্যানেজার শেখ মহিবুর রহমান কর্তৃক বাকী দেয়া ১ লাখ ৪৪ হাজার ৯৭০ টাকা তানবিরুল হাসান শ্যামলকে দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া তানবিরুল হাসান শ্যামল আগামী ১ বছর ওই দোকানে ব্যবসা পরিচালনা করবেন মর্মে সালিশ থেকে সিদ্ধান্ত দেয়া হয়। দোকান বাকির যাবতীয় পাওনা আদায় করবেন তানবিরুল হাসান শ্যামল। দোকান বা পাওনা টাকা আদায়ে আ.ফ.ম কামরুল ইসলামের কোন অংশীদারিত্ব থাকবে না বলে সালিশে সিদ্ধান্ত দেয়া হয়।