হবিগঞ্জ প্রেসক্লাবে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান
স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় টেলিভিশন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সৈয়দ আশিক রহমান বলেছেন- সাংবাদিকদের গুণগত মান আরো বৃদ্ধি করতে হবে। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ। একজন সংবাদকর্মীর বস্তুনিষ্ঠ সংবাদ পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। তাই সংবাদ পরিবেশনের পূর্বে বস্তুনিষ্টতার দিকে নজর রাখতে হবে। তিনি গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের নিজেদের জন্য হলেও আরো সাংবাদিকতার গুনগতমান বৃদ্ধি করতে হবে। একটি সংবাদ মানুষ ও সমাজের মধ্যে বিশালভাবে প্রভাবিত করতে পারে। সেটি ভালও হতে পারে আবার খারাপও হতে পারে। একটি সংবাদের অনেক গুণ আছে। সেটি আমাদের ভালভাবে বুঝে করতে হবে। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আরটিভি সবসময় চেষ্টা করে বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে। এজন্যই আরটিভি দর্শক তালিকায় শীর্ষে রয়েছে।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও ৭১ টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, আরটিভির ন্যাশনাল ডেক্স ইনচার্জ রাসেল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক আরটিভির হবিগঞ্জ প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, রাসেল চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি আবেদ মাহমুদ চৌধুরীর অকাল মৃত্যুতে তার পরিবারকে সহযোগিতা করায় আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বক্তারা যে কোন সাংবাদিক বা তার পরিবারের দুর্যোগকালে স্ব স্ব মিডিয়া এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com