স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন বিশ্বের অনেক ধনী ও প্রভাবশালী দেশ করোনা সামলাতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সরকার করোনা নিয়ন্ত্রণে রেখেছে। দেশের কোন মানুষ যাতে কারোনাকালিন সময়ে খাদ্য সংকটে না ভোগে সে জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করেছে সরকার। গৃহহীন মানুষের জন্য সরকার ঘর তৈরী করে দিয়েছে। তিনি বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের জন্য দূর্যোগসহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর ও চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার ওয়াসিম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, শফিকুল ইসলাম, ফারুক পাঠান, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার প্রমূখ। ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ১৮টি পরিবারকে দূর্যোগ সহনীয় ঘর তৈরী করে দেওয়া হয়। এছাড়া ৫টি চা বাগানে ৫৫৪৬ টি চা শ্রমিক পরিবারকে ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।