![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/08/Majid-Khan.jpg)
মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা
১৮ বছরের নিচে কেউ টমটম চালাতে পারবে না ॥ এসব যানবাহনের লাইসেন্স দিবে সংশ্লিষ্ট ইউনিয়ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ শাহ পরান, উপজেলা ইঞ্জিনিয়ার আল নুর তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, উপজেলা খাদ্য কর্মকর্তা খবীর উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খাঁন, মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া, এরশাদ আলী, জয় কুমার দাশ, সমাজ সেবক কাজল চ্যাটার্জী, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন প্রমুখ।
সভায় শহীদ মিনার এলাকা থেকে সিএনজি অটোরিকশা সরানো, মিশুক টমটম ১৮ বছরের নিচে কাউকে চালাতে না দেয়া এবং সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।