চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫শ ১৪ জন নৃতাত্বিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, সেলাই মেশিন, বাইসাইকেল ও ১৮ জন গৃহহীনের মধ্যে দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে শিক্ষা বৃত্তির টাকা, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ৩০ জনের হাতে বাইসাইকেল ও ১৮ জনের হাতে ঘরের চাবি ও ১৬ জনের হাতে সেলাই মেশিন তুলে দেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলার রাজার বাজার এলাকায় ৩৩/১১ কেভি বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন ও রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।