বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে রোভার স্কাউট দলের সহযোগিতা নিয়ে ভেঙ্গে যাওয়া আঞ্চলিক মহসড়কের মেরামত কাজ করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে পাশর্^বর্তী আজমিরীগঞ্জ উপজেলাসহ দিরাই ও শাল্লা উপজেলার মানুষ দৈনন্দিন যাতায়াত করে থাকেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই সড়কটির কিছু কিছু স্থানে বর্ষাকাল আসার পর ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বানিয়াচং শাহী ঈদগা’র সামনের সড়কের একটি অংশ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে অবগত করা হলে তিনি বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রী কলেজ রোভার স্কাউট দলের সহযোগিতা চেয়ে যোগাযোগ করেন। তিনি স্কাউট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্কাউট দলের দলনেতা’র কাছে ইচ্ছা প্রকাশ করেন তাদের সহযোগিতা পেলে তাদেরকে সাথে নিয়ে তিনি নিজে রাস্তা মেরামতের কাজ করতে চান। উপজেলা নির্বাহী কর্মকর্তার আগ্রহ দেখে রোভার স্কাউট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও দলপতি দ্রুত ডাকে সাড়া দেন। সোমবার সকাল ১১টায় স্কাউট দলের সহযোগিতায় শাহী ঈদগা’র সামনের সড়কে ইউএনও নিজে মেরামত কাজে যোগ দিয়ে গর্ত ভরাট করেন। এ সময় মাটি বালি ও ইটের খোয়া ফেলে ২ ঘন্টা সময় ব্যয় করে রাস্তা ভরাটের কাজ করেন ইউএনও ও স্কাউট দল।
এ ব্যাপারে শচীন্দ্র ডিগ্রী কলেজের শিক্ষক রনজিত কুমার দাশ জানান- ইউএনও মহোদয় ভাল একটি কাজে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা উনাকে সহযোগিতা করতে পেরে আনন্দিত। দেশ, মানষ ও সমাজের কাজইতো আমরা করতে চাই।
শচীন্দ্র ডিগ্রী কলেজের রোভার স্কাউটের দলনেতা নান্টু শুক্ল বৈদ্য জানান- ইউএনও মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমাদের গৌরব অনুভূত হচ্ছে। আমরা পড়ালেখা শেষ করে দেশ, মানুষ ও সমাজের কাজ করব এখান থেকেই আমরা সেই শিক্ষা গ্রহণ করছি।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান- রাস্তা ভেঙ্গে যাওয়ার ব্যাপারে অভিযোগ পেয়ে রাস্তাটি দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছিলাম। যখন দেখলাম নিয়ম অনুযায়ী মেরামত কাজ করা হলে অতিদ্রুত করা সম্ভব নয় এবং আরও বেশি ভাঙ্গবে এবং বেশি অর্থের ক্ষতি হবে, তখন সামাজিকভাবে রাস্তাটির মেরামত কাজ করে দিলাম। আমার আহবান রইল সবার প্রতি, আমরা অনেক ছোট ছোট কাজ নিজেরা যদি শেষ করি তাহলে আমাদের রাজস্ব সাশ্রয় ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি কম হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com