নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের পাহাড়ি অঞ্চল হাকাজুড়া এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান ও তার সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগম এর আদালতে হাজির হয়ে ইউপি সদস্য মিজান ও তার সহযোগী আব্দুর রহমান জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়- গত ২৫ মার্চ চন্দু মিয়া গং কৃষি জমির জন্য পানি নিতে চাইলে ইউপি সদস্য মিজান ও তার লোকজন বাধা দেয়। এর জের ধরে বাকবিতন্ডা হয়। পরে হাকাজুড়া সুনাজুরা নামক স্থানে চন্দু ও আক্তার নামে দুইজনের উপর হামলার ঘটনা ঘটে। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। পরে চন্দু ও আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। ঘটনার দিন পুলিশ আব্দুল হক নামে একজনকে আটক করে। এ ঘটনায় চন্দু মিয়ার ভাই কাজল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় হাজিরা দিতে আদালতে যান ইউপি সদস্য মিজান ও তার সহযোগী আব্দুর রহমান। আদালতে তারা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই।