![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/07/harunur-rashid-Chowdhury-IMG-20200711-WA0002.jpg)
স্টাফ রিপোর্টার :বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় লোকজনকে মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষ এবং কলেজের দরিদ্র ছাত্র,ছাত্রীদের মাঝে টিম চুনারুঘাট এর তত্ত্বাবধানে ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের’ পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগ
দ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। চুনারুঘাট উপজেলা সভাকক্ষে মানবিক সহযোগিতা কার্যক্রমে মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোক্তাদির চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, প্রভাষক শাহ আলম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান,সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর জামাল আহমেদ,সাবেক ছাত্রনেতা ফুয়াদ হাসান, ছাত্রনেতা আসাদুজ্জামান জনি,মোঃ আলমগীর মিয়াসহ প্রমুখ। টিম চুনারুঘাট উপজেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ফোরকানুর চৌধুরী সাগর, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার সোহান ও তথ্য ও গবেষণা সম্পাদক শাকিল রহমান। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন,পাশাপাশি বৈশ্বিক এই মহমারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য টিম চুনারুঘাট এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের কথা চিন্তা করে টিম চুনারুঘাটের সমন্বয়ের মাধ্যমে উনারা ব্যাক্তিগতভাবে তহবিল বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করেন।
![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/07/harunur-rashid-Chowdhury-IMG-20200711-WA0000-300x225.jpg)
![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/07/harunur-rashid-Chowdhury-IMG-20200711-WA0001-300x225.jpg)
![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/07/harunur-rashid-Chowdhury-IMG-20200711-WA0003-300x225.jpg)
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com