স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারমান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, বর্তমান এই কঠিন পরিস্থতিতে প্রমান করার সময় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তিনি সমাজের ধনবান ব্যক্তিদের হতদরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া, ধুলিয়াখাল, মাহমুদপুর এলাকার গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে তাঁর ব্যক্তিগত অর্থায়ণে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। পরে গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি ও আলাপুর এলাকার গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে তিনি ঈদ উপহার প্রদান করেন।
বিকালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে হবিগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত খাদ্যসামগ্রী লুকড়া ইউনিয়নের কাকুড়াকান্দি, রিচি ইউনিয়নের জালালাবাদ ও নোয়াগাও গ্রামে গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে পৌছে দেন। পরে অত্র ইউনিয়নের রবিদাস পাড়া, রাজমিস্ত্রি ও লুকড়া ইউনিয়নের টমটম শ্রমিকদের মাঝে তাঁর ব্যক্তিগত অর্থায়ণে ঈদখাদ্য সামগ্রী বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com