স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে মঙ্গলবার বিকাল ৩ টায় ৯ নং ওয়ার্ডের মাছুলিয়া মাহমুদাবাদের বাড়ি বাড়ি ঘুরে ক্যাম্পেইন চালিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এসময় তিনি ঘরের বাহিরে ধান উঠানোর কাজে কর্মরত এলাকাবাসীর মধ্যে চার শতাধিক মাস্ক বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মেয়র মিজান বলেন, সময় মত ধান গোলায় তোলা আমাদের জন্য খুব জরুরী, তবে ধান উঠানোর সময় নিজের প্রাণের মায়াও করতে হবে। তাই খুব জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। ঘরের বাহিরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সামাজিক দূরুত্ব বজায় রাখতে পারলেই আমরা করোনা মোকাবেলা করতে পারবো , তাই আমাদের সচেতনতার বিকল্প নেই। এসময় মেয়র মিজানের সাথে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী সুরুজ আলী, পৌর শ্রমীকলীগ আহবায়ক ফজলু মিয়া, অবঃ সার্জেন্ট ফারুখ মিয়া, শ্রমীকলীগ নেতা সাহেদ মিয়া, হাসন মিয়া, ছাত্রলীগ নেতা শাওন আল হাসান, মাহমুদাবাদ যুব সংঘের সভাপতি সামসুর রহমান জুয়েল, হারুনুর রশিদ স্বপ্নীল, কাউছার আহমেদ ইমন, আহাদ মিয়া, টিটু মিয়া প্রমূখ।