স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রাথমিক সহকারি  শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের ধান কাটা কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল থেকে সংগঠনের নেতৃবৃন্দ বানিয়াচং উপজেলার উত্তর পুতারবিল হাওরের এক কৃষকের ৩ একক জমির ধান কেটে বাড়িতে পৌছে দেয়। এ সময় সংগঠনের সভাপতি সংগঠনের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ রিপন, সহসভাপতি ইকবাল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সভাপতি  মনির হোসেন বলেন-করোনা ভাইরাস কারণে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কৃষকদের ধান কাটা শুরু করেছি। দরিদ্র কৃষকদের জমির ধান কাটা আমাদের অব্যাহত থাকবে। সারা দেশে ৩৭ হাজার ১৪৫ জন প্রাথমিক সহকারি  শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল প্রত্যাশী রয়েছেন। তারা সারাদেশে এ কর্মসূচি পালন করছেন। ইতিমধ্যে কিশোরগঞ্জ, বাগেরহাট নরসিংন্দী, গোপালগঞ্জ এ ধার কাটা কর্মসূচি পালন করা হয়েছে।