স্টাফ রিপোর্টার ॥ বর্তমান করোনা পরিস্থিতে সবাই ঘরে অবস্থান করলেও ঘরে বসে নেই হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। রোদে পুড়ে, ঘামে ভিজে আমাদের শহরকে পরিস্কার করে যাচ্ছেন এই পরিচ্ছন্নতা যোদ্ধারা। তাদের পাশাপাশি পৌরবাসীকে প্রতিনিয়ত জরুরী সেবা প্রদান করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমান পরিস্থিতিতে এসব শ্রমজীবী মানুষদের কাজের প্রতি সম্মান জানিয়ে ত্রাণ বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণের সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান বলেন, আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্তমান করোনা ভয়কে জয় করে পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের কাজের প্রতি আমি ও আমার পৌর পরিষদ অত্যান্ত কৃতজ্ঞ। ত্রাণ প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। পৌরবাসীর সচেতনতা, আমাদের চেষ্টা ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজের সমন্বয়ে ইনশাল্লাহ আমরা গ্রীন এন্ড ক্লীন হবিগঞ্জ গড়ে তোলবো। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নুর হোসেন, সচিব ফয়েজ আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস শামীম প্রমূখ।