মুকিদুল ইসলাম মুকিদ
মাগো, স্পর্শ করা যায় না এক অদৃশ্য মহাশক্তি,
নাম তার ‘কোভিড-১৯’।
তার শক্তির কাছে আজ বন্দী পৃথিবী।
তোমার আকাশ জয় করা সন্তানের দল;
রঙিন স্বপ্নে যারা বিভোর,
ঘরের কোণায় বন্দী সবার মানবেতর জীবন।
তোমার কিছু ছেলে-মেয়ের দল
করোনাকে জয়ের প্রত্যয়ে
তাই তারা লড়ছে অবিচল,
নিজের জীবন বিলিয়ে দিচ্ছে মহামারিকে করতে নিধন।
এই বীরদের জন্য
কোটি কোটি মানুষ খোদার দরবারে তুলেছে হাত
সবার চাওয়া হে প্রভু, তাদের এই যুদ্ধে করো বিজয়ী।
আমাদের নেই ভেদাভেদ, নেই ধর্ম জাতের বড়াই
আপনার কাছে সবাই করোনা থেকে মুক্তি চাই।
হে প্রভু, আপনারই সৃষ্টি সবাই,
এই বিশ্ব ভূখন্ড ছেড়ে ফিরব আপনারই কাছে,
আপনি ছাড়া কে আছে আমাদের?
তাই মুক্তিতো চাইবো আপনারই কাছে।
মসজিদ, মন্দির আর গীর্জায় নয়
আজ সবাই সব জায়গা থেকে
আপনার কাছে দু’হাত তুলে করছে অনুনয়।
তোমার সবুজ সুন্দর প্রকৃতিতে নিঃশ্বাস নিতে চাই
বন্দিদশা থেকে মুক্ত হয়ে মায়ের বুকে মাথা রেখে গাইতে চাই
তোমারই গুনগান হে মহান,
ধনী গরিব সবাই হব সমানে সমান।
আপনার সৃষ্টি সবাই গেয়ে যাবো আপনারই গুনগান
এই মহামারি করোনা থেকে আমাদের করো মুক্তি দান।