নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ও সামাজিক দূরত্ব নিশ্চত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান এলাকার বিভিন্ন বাজার এই কাযক্রম অব্যাহত রয়েছে। বুধবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে রাত-দিন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাব, এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল দেয় এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন সব দোকানপাট বন্ধ ঘোষনার পর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকা নিরব। বুধবার নবীগঞ্জ শহর, বাংলা বাজার, আউশকান্দিবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এ সময় নবীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকার সরকারী নিদের্শ অমান্য করায় রাত-দিন মোবাইল পরিচালনা করে আউশকান্দি বাজারে ২ টি দোকানে মোট ২২ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, সরকারি আইন অমান্য করে দোকান পাট খোলা রাখা যাবে না। সরকারি আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।