স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে কাচামাল বিক্রি করার জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার ৩টি কাচা মালের বাজারে স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কাচামাল হাটার ব্যবসায়ীদের খোয়াই নদীর পাড়ে পৌরসভার ফেলানো ময়লা আবর্জনা স্থানে কাঁচামাল বিক্রির স্থান দেয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল সকালে চৌধুরী বাজার কাঁৎচামাল হাটার ব্যবসায়ীদের খোয়াই নদীর পাড়ে বসার জন্য নির্দেশ দেন হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা কাচামাল হাটার দোকান বন্ধ রেখে সেখানে দোকান বসান। কিন্তু পৌরসভার ময়লা আবর্জনার মধ্যে অনেক দোকানের স্থান হওয়ায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, দুর্গগ্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকানগুলোর স্থান দেয়া হয়েছে। এতে ক্রেতারা মালামাল ক্রয় করতে আসছেন না। এ ব্যাপারে বাজার ইজারাদার মীর আলম কাউছার জানান, যেখানে কাচামাল বিক্রি স্থান দেয়া হয়েছে এর অধিকাংশ এলাকায় পৌরসভার ময়লা আবর্জনা রয়েছে। ময়লা আবর্জনার দুগদ্ধে বিক্রেতা ও ক্রেতাদের সমস্যা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে কেউ কাচামাল ক্রয় করতে চাচ্ছেন না।