মাধবপুর প্রতিনিধি  : বৈশি^ক মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে কিছু দিন আগে মাধবপুর পৌরসভার একটি কাচাঁবাজারকে সাময়িকভাবে সরিয়ে স্টেডিয়াম মাঠে নেওয়া হয়েছে। এছাড়া মাধবপুর উপজেলার অন্যান্য বাজার আগের স্থানেই আছে। কিন্তু এর পরেও শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। রবিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া, নয়াহাটি, শাহপুরসহ বেশ কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে ক্রেতারা গা ঘেঁষাঘেঁষি করে সবজি ও মাছ ক্রয় করছে, এছাড়া তেলিয়াপাড়া বাজারে ডিলার এর মাধ্যমে অসহায় মানুষের মাঝে (কার্ড ভিত্তিক) ১০ টাকা দরে চাউল দেওয়া হয়, নেই কোন সামাজিক দূরত্ব। ফলে আশষ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের ঝুঁকি। ক্রেতাদের অভিযোগ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়ার ফলে এক সাথে এই বাজাররগুলো প্রচুর মানুষ সমাগম হয়। এছাড়া তুলনামূলক ভাবে জায়গা অনেক কম থাকায় গা ঘেঁষাঘেষি করেই কেনা কাটা করতে হয় ক্রেতা- বিক্রেতাদের। ইচ্ছা থাকলে সামজিক দূরত্ব বজায় রাখতে পারছে না তারা। ফলে বাজার করতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে অনেক। পুলিশ প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও কাজ হচ্ছে না ক্রেতারদের দূরত্ব। পাশর্^বতী বিজয়নগর উপজেলার করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় অনেকে চিন্তিত হলেও নিরুপায় হয়ে এই পরিবেশে কেনাকাটা করতে বাধ্য হচ্ছে সবাই।