স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও করণীয় বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এর সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও করণীয় এবং বোরো মৌসুমের ধান কাটায় কৃষকদের সহযোগিতা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার ভূমি, মোঃ মতিউর রহমান খাঁন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার শাহ আলম, উপজেলা খাদ্য অফিসার মোঃ খবির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশসহ বানিয়াচং উপজেলায় কমর্রত বিভিন্ন অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলায় নিয়োজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন গালিব।
করোনা মোকাবেলায় চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠু ও ফলপ্রসু করা, ইউনিয়ন ভিত্তিক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, কৃষকদের ধান কাটায় শ্রমিক নিয়োগ সহ সার্বিক বিষয়াদি নিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সকল অফিসারকে নিরাপদে থেকে সরকারের অর্পিত দায়িত্বসমূহ সুচারু ভাবে পালনের নির্দেশনা দেয়া হয়।