মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারনে দোকানপাট ও শ্রমজীবী খেটে খাওয়া দিনমজুরদের কাজ বন্ধ থাকায় প্রতিটি ইউনিয়নে ৪র্থ ধাপে বিতরণ করা হচ্ছে সরকারের বরাদ্দকৃত চাল, ডাল, আলু। ৪র্থ ধাপে এবার ১শ’ পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কার্যালয়ের সামনে ১শ’ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রতিজনে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল।
এসময় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। তবে ভয়ের কিছু নেই। আপনারা সবাই সতর্ক থাকুন। বাড়ির বাহিরে যাবেন না। নিজ ঘরে অবস্থান করুন। তিনি আরো বলেন, করোনাভাইরাসের সতর্কতা অবলম্বনে আপনারা অনেক কষ্ট করে চলছেন। কাজ কর্ম করতে পারছেন না। এটা সত্য। চিন্তার কারণ নেই। সবাই ধৈর্য্য ধরুন। ইনশাআল্লাহ সমাধান আসবে। আপনাদের সহযোগিতায় সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রত্যেকের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করছি। এই ত্রাণ সহায়তা চলমান প্রক্রিয়া। যাদের কাছে এখন ও ত্রাণ পৌছায়নি তারা একটু অপেক্ষা করুন। সবার কাছে এই সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা করব।