স্বপন বনিকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দুরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু ঘরে থাকা বা সামাজিক দুরত্ব বজায় রাখা কোনটাই মানছে না অনেকেই! এ অবস্থায় প্রশাসন ও সেনাবাহিনী কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ (৩২ বীর) এর নেতৃত্বে ১ প্লাটুন সেনাবাহিনী আজমিরীগঞ্জ বাজার সহ বিভিন্ন এরিয়ায় জোরদার টহল দেন। এ সময় বাজারের বিভিন্ন দোকানের সামনে সামাজিক দুরত্ব নিশ্চিত্বে বৃত্ত অংকন সহ ঘর থেকে বের না হওয়া, অযথা ঘোরাঘোরি না করা, সহ সরকারী নির্দেশ মেনে চলার পরামর্শ দেন। সেই সাথে বিভিন্ন দোকানের ভিতরে বসে আড্ডা দেয়া অবস্থায় অনেক দোকানদারকে দোকান থেকে বের করে তালা দিয়ে বাসায় যাওয়ার নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে হুঁশিয়ারী প্রদান করেন। এ সময় লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ (৩২ বীর) বলেন এ অভিযান অব্যাহত থাকবে।