মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরে করোনা ভাইরাস সংক্রমন থেকে সকলকে বাঁচার জন্য ঘরে থাকা, জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখার পরার্মশ দিলেন সেনাবাহিনী। এবং কারু সর্দি, কাশি ও জ্বর হলে হোম কোয়ারেন্টিনে থাকার পরার্মশও দেন সেনা সদস্যরা। রবিবার সকালে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের কমান্ডার ক্যাপ্টেন মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলা সদর, চৌমুহনী, বুল্লা, মনতলা ও ধর্মঘর বাজারসহ বিভিন্ন গ্রামে সচেতনতামূলক প্রচার চালায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান ও সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।
সেনা সদস্যরা জনসাধারনকে ঘরে অবস্থান ও জরুরী প্রয়োজনে নিরাপদ ও সামজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য মাইকে প্রচার চালায়। এ ছাড়া ফার্মেসী ও কাচাঁ বাজারের ব্যবসায়ীদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনা করার জন্য আহবান জানান।