স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় হবিগঞ্জের কর্মহীন, দরিদ্র ও অসহায় লোকজনদের মাঝে খাদ্য সংকট নিরসনের জন্য হবিগঞ্জ শহরের ৫টি স্থানে ওএমএস এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, পৌর কাউন্সিলর আবুল হাসিম ও জুনায়েদ মিয়া। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন- প্রতিদিন শহরের ৫টি স্থানে প্রতিদিন ওএমএস এর চাল বিতরণ করা হবে। প্রতিটি ডিলার ২ টন করে চাল বিতরণ করবে। যারা এনআইডি কার্ড নিয়ে আসবেন তাদেরকে চাল দেয়া হবে। প্রত্যেক লোকজন ৫ কেজি করে চাল পাবেন। তিনি আরো বলেন-কোথায় কোন ডিলার ওএমএস চাল বিক্রিকালে অনিয়মের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।