চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে সচেতনতা মুলক মাইকিং ও প্রচারনা চালিয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত সেনা সদস্যরা উপজেলার পৌরশহরসহ সাটিয়ারীজুরী. সুন্দরপুর, গাজীগঞ্জ বাজারে প্রচারাভিযান চালায়। এসময় তারা সকলকে ঘরে থাকা এবং প্রয়োজনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলেন। এসময় সহকারী কমিশনার (ভুমি) মিল্টন পালের নেতৃত্বে এসব বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় দোখানপাট খোলা রাখায় ও নিত্যপন্য জিনিস ন্যায্য মূল্য না রাখা, মটর সাইকেলে ৩ জন আরোহী নিয়ে চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিল্টন পাল বিভিন্ন ধারায় বেশ কয়েকটি দোখান থেকে জরিমানা আদায় করেন।