![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/20200403_193147.jpg)
সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : লাখাইয়ে নেশার টাকা না পেয়ে রাব্বি মিয়া (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে লাখাই উপজেলার বামৈ গ্রামের মীর হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী একটি কদম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা লাখাই থানায় খবর দিলে লাখাই থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সে ঢাকার একটি রেষ্টুরেন্টে কাজ করত এবং বেশীর ভাগ সময়ই নেশাগ্রস্থ থাকত বলে জানা গেছে।
লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাব্বি বেশীর ভাগ সময়ই নেশা গ্রস্থ থাকত। নেশার টাকার জন্য পরিবারের অভিভাবকদের সাথে ঝগড়া হয়। পরে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করে। তিনি আর ও বলেন বিষয়টি আরও পরিষ্কার হওয়ার জন্য গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com