দুইজন হোম কোয়ারেন্টাইনে ॥ আনসার সদস্য হাসপাতালের আইসোলেশস সেন্টারে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা সন্দেহে আপন দুই ভাই এবং এক আনসার সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মাঝে আপন দুই ভাই আল আমিন ও নুরুল আমিনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে এবং আনসার সদস্য আব্দুল করিমকে রাখা হয়েছে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যা ভবনের আইসোলেশন সেন্টারে। বুধবার সন্ধ্যায় এই তিন রোগী হাসপাতালে আসে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় ওই তিন রোগী অসুস্থ হয়ে হাসপাতালে আসলে সন্দেহ হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। এর মাঝে আনসার সদস্য হবিগঞ্জ আনসার ব্যারাকে ছিল। আর শহরের উমেদনগর থেকে আসা আপন দুই ভাইয়ের মাঝে এক ভাই সম্প্রতি ভারত থেকে আসে। তাদের নমুনা সংগ্রহের পর হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে হবিগঞ্জ থেকে ৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হলেও সবগুলোর রিপোর্ট নেগেটিভ আসে।