রুনা আক্তার স্বপ্না
মহাপ্রলয় করোনার প্রাণ সংহারের নিষ্ঠুরতায় বিশ্ব মানবকূল যখন আতঙ্কিত;
বিজ্ঞ বিশেষণ বিশেষজ্ঞরা তখন হতাশায় নিমজ্জিত।

ঐশ্বর্য, যশ, খ্যাতি, বিত্ত বৈভব– উল্লাস থেমে আছে স্থবিরতায়;
এমন প্রাণ সংহারী ভাইরাস সংক্রমণ মোকাবিলায় মানবকূল অসহায়।

আতঙ্ক আর উৎকন্ঠায় কাটছে অসহায় সময়, ভয়ার্ত রাতগুলো হয় দীর্ঘায়িত;
রোজনামচায় এসেছে ছন্দপতন, স্তব্ধ জনজীবন
অর্থনীতিও আজ বিপর্যস্ত।

বিবর্ণতা করেছে গ্রাস যতো ছিলো কল্পনা বিলাস , লকডাউনে বন্দী দীর্ঘশ্বাস;
অপরাধী চিত্ত অনুতাপের বিষ কাঁটায় মর্মাহত, গোধূলির আঁধার যেনো চেপে ধরে নিঃশ্বাস।

অমৃত রসের জীবন জঠরে অজ্ঞাত মৃত্যু আতঙ্ক
তাড়া করে ফিরে;
অন্তর্লোকের দৃষ্টি প্রসারিত করে প্রভুর করুণা চাই বারেবারে।

হে রহিম রহমান, পেতে তোমার করুনা অশ্রুসজল চোখে নির্জনে তোমায় ডাকি একান্তে;
ক্ষমা করো প্রভু, রক্ষা করো অযাচিত আর অবাঞ্ছিত এই করোনা ভাইরাস হতে ॥