রুনা আক্তার স্বপ্না
শুদ্ধ সিদ্ধ, পুত পুণ্যে গৌরবান্বিতা স্বাধীনতা তোমার চির উন্নত শির;
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে হয়ে আছে
সংগ্রাম বিজয়ী বাঙালী শ্রেষ্ঠ বীর।

তুমি পরাধীনতার শিকল ভাঙ্গা মহান বিজয়ের নাম;
যেন লাল-সবুজের পতাকা ক্লান্তিহীন জাগ্রত অবিরাম।

তুমি কবির কাব্যিক আপন খেয়ালে লেখা গান, গল্প আর কবিতা;
বাঙালী প্রাণের অন্তহৃদে আন্দোলিত তোমার বিজয় বার্তা।

চির যৌবনা ষোড়শী তুমি, তোমায় ঘিরে আছে লাখো শহীদের বিরত্বের কথা;
ত্যাগ, তিতিক্ষা ঐক্যের মিলন আর প্রেমের প্রশ্রবণে তুমি অন্তরে বিভূষিতা।

একটি তর্জনির ইশারায় ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিকামী আমজনতা;
বুকে তাজা রক্ত ঢেলে অবরুদ্ধ থেকে অবমুক্ত করেছে তোমায় হে স্বাধীনতা।

বাংলার আকাশে তুমি এক আত্মবিশ্বাসী সুর্য হয়ে থাকো উন্মেষ;
সৃষ্টি সুখের উল্লাসে গর্বিত জঠরে তুমি মিশে অনিমেষ ॥