চুনারুঘাট প্রতিনিধি : করোনা ভাইরাস থেকে বাচাঁতে উপজেলা প্রশাসনের পাশাপাশি চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে মানুষকে সচেতনতার নানা কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, ফেস্টুন লাগানো এবং শহরের বিভিন্ন পয়েন্টে মানুষকে হাত ধুয়ার জন্য ব্যবস্তা করেছে। থানায় কেউ আসলে হাত ধুয়ে প্রবেশ করবে এবং কাচা বাজারে জনসাধারণকে হাত ধুয়ে প্রবেশ করবে এবং বের হওয়ার সময় হাতধুয়ে বের হবে এজন্য কাচা বাজারের পয়েন্টে করা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, আমরা সব সময় আমাদের টহল পার্টিকে সক্রিয় রেখেছি। তারা সারা উপজেলায় টহল দিচ্ছেন। পাশাপাশি পুলিশের সদস্য বিভিন্ন স্থানে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে লিফলেট বিতরণ ও সচেতন করার জন্য বিভিন্ন পয়েন্টে হাতধুয়ার ব্যবস্থা করছি। থানার গেইট, অভ্যন্তর, বাজারের বিভিন্ন পয়েন্টে জনসাধারনের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।